(প্রিয়.কম) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ৪১তম ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। ৮ জুলাই, রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান। এদিন বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনপ্রিয় তারকাদের ঢল নামে। তাদের রংবেরঙের জমকালো পোশাক আর জাঁকালো সাজসজ্জায় ঝলমল করে ওঠে পুরো অনুষ্ঠান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বিজয়ীরা পুরস্কার নেওয়ার মধ্য দিয়ে পূর্ণতা পায় এবারের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ অনুষ্ঠানটি।
দেখে নেওয়া যাক, এই অনাড়ম্বর অনুষ্ঠানে কেমন সাজের ঝলক দেখিয়েছেন তারকারা।
৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ‘পোড়া মন ২’ ছবির প্রধান নারী অভিনেত্রী পূজা চেরীর গোলাপি গাউনের সঙ্গে সাজটাও ছিল গোলাপি আর হাতে ছিল সিলভার রঙের ঘড়ি ও ব্রেসলেট। ছবি: সংগৃহীতফুল পাতার প্রিন্ট করা গোলাপি শাড়িতে অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত শাড়ির পাড়ের নকশার সঙ্গে মিল রেখে তানিয়া আহমেদ পরেছেন সোনালি গয়না। ছবি: সংগৃহীত ঝলমলে ধূসর চকচকে শাড়িতে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার হাতে একই রঙের পার্স। ছবি: সংগৃহীতনীল শাড়িতে অভিনেত্রী কুসুম শিকদারের চুলে তার ফুল। ছবি: সংগৃহীতলাল রঙের জামায় চলচ্চিত্র অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ছবি: সংগৃহীতলাল শাড়িতে চলচ্চিত্র অভিনেত্রী ববিতা, সোনালি নকশার নীল শাড়িতে চম্পাসহ অন্যান্যরা। ছবি: সংগৃহীতঅভিনয়শিল্পী বিপাশা হায়াত, তৌকির আহমেদ, শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। ছবি: সংগৃহীতচ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অন্যান্যরা। ছবি: সংগৃহীতঅভিনেতা নাদের চৌধুরী, সিয়াম আহমেদসহ অন্যান্যরা। ছবি: সংগৃহীতঅভিনেতা ফজলুর রহমান বাবু , মাহফুজ আহমেদ ও আমিন খান। ছবি: সংগৃহীতঅভিনেতা রিয়াজ ও ইমন। ছবি: সংগৃহীত
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন