(প্রিয়.কম) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল তিনশ’ ফিট সড়কসংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা তিন যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৪ সেপ্টেম্বর, শুক্রবার সকালে মৃতদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
পুলিশ জানায়, যে স্থান থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে সেটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন। নিহত ব্যক্তিদের শরীরে আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। একই সঙ্গে প্রত্যেকের জামা কাপড়গুলো ছিল রক্তমাখা অবস্থায়।
রূপগঞ্জ থানার ওসি জানান, স্থানীয়রা সকালের দিকে মৃতদেহগুলো পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পূর্বাচল উপশহরের তিনশ ফিট সড়কের ১১ নম্বর ব্রিজের পাশ থেকে পুলিশ ওই তিন যুবকের মৃতদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহত ব্যক্তিদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। একজনের গায়ে সাদা-লাল টি-শার্ট, আরেকজন ধূসর শার্ট এবং অপরজনের গায়ে নীল রংয়ের শার্ট ছিল। তিন জনের শরীরেই আঘাতের ও জখমের চিহ্ন রয়েছে। হত্যার পর মৃতদেহগুলো সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো মর্গে পাঠানো হয়েছে বলে জানান মনিরুজ্জামান।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। আর কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কী কারণে ত্যাদের হত্যা করা হয়েছে সেটা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রিয় সংবাদ/হাসান/রুহুল
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন