(প্রিয়.কম) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাঙ্কি মোড় থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড়ের কাছে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে শ্লোগান দেন।
প্রিয় সংবাদ/নোমান/কামরুল
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন