(বাসস) চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে শত ভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
১১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় পল্লী বিদ্যুতের ৩৩/১১ কেভি, ১০/১৪ এমভিএ এবং ভেদরগঞ্জ উপজেলায় ৩৩/১১ কেভি, ১০/১৪ এমভিএ ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ আশা প্রকাশ করেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে শত ভাগ বিদ্যুতায়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। পশ্চিম-দক্ষিণাঞ্চল ও পূর্ব-দক্ষিণাঞ্চলে যত দ্রুত সম্ভব প্রতিটি এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে ইতিমধ্যে কাজ চলমান রয়েছে ‘
পদ্মা সেতু নির্মাণের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এটি শেষ হলে দক্ষিণাঞ্চলে অনেক শিল্পায়ন হবে। তাই এসব এলাকায় বিদ্যুতের চাহিদা অনেক গুণ বৃদ্ধি পাবে। পদ্মার দক্ষিণ পাড়ে আগামী ১০ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে।’
মন্ত্রী গোসাইরহাট বাজারসংলগ্ন হেলিপ্যাড মাঠ প্রাঙ্গণে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) কাজী আবু তাহেরের সভাপতিত্বে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নাহিম রাজ্জাক।
ওই সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর এম সেলিম শাহনেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিকদারসহ অনেকেই।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, বিদ্যুৎ উপকেন্দ্র দুটির নির্মাণ ব্যয় ১৬ কোটি, লাইন নির্মাণ ব্যয় ১৮২ কোটি টাকা। দুটি বিদ্যুৎ উপকেন্দ্র গড়তে মোট ব্যয় হয়েছে ১৯৮ কোটি টাকা, যেখান থেকে দুই উপজেলার ৫১ হাজার ৭১৫ পরিবার বিদ্যুতের সংযোগ পাবে।
প্রিয় সংবাদ/হিরা/আজহার
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন