(ইউএনবি) মাটির সঙ্গে সোনার গুঁড়া মিশিয়ে ভারতে পাচারকালে যশোরের বেনাপোল চেকপোস্টে পাসপোর্টধারী এক ব্যক্তিকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।
১২ অক্টোবর, শুক্রবার রাতে ওই ব্যক্তিকে আটক করা হয়। একই সঙ্গে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের সোনার গুঁড়া জব্দ করা হয়েছে।
আটককৃত যাত্রীর নাম আলমগীর হোসেন (৪২)। তিনি নোয়াখালীর চাটখিল থানার মো. ইব্রাহিম খলিলের ছেলে।
বেনাপোল কাস্টমসের কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, আটক ব্যক্তি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়। সে সময় কাস্টমস কর্মকর্তারা তার ব্যাগ স্ক্যান করে একটি প্যাকেটে মাটির সঙ্গে সোনার গুঁড়া দেখতে পান।
বেলাল হোসেন চৌধুরী বলেন, ‘সোনার গুঁড়াগুলো মাটির সাথে মিশিয়ে রং পরিবর্তন করা হয়। স্থানীয়ভাবে কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষা করেও সোনার অস্তিত্ব নিশ্চিত হতে না পারায় যশোর জেলা শহরে নিয়ে রাত ১০টা পর্যন্ত ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার পর স্বর্ণ বলে নিশ্চিত হওয়া যায়।’
জব্দ হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে কাস্টমস সূত্র জানায়।
বেনাপোল কাস্টমস কমিশনার আরও বলেন, ‘স্বর্ণের বার মেশিনে গুঁড়া করে মাটি-রং মিশিয়ে দানাদার করে তা অভিনব কৌশলে ভারতে পাচার করা হচ্ছিল।’
আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় আরেকটি মামলা হয়েছে।
প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন