(ইউএনবি) রাজশাহী নগরীর বর্ণালীর মোড় এলাকায় ট্রেনের নিচে হাত কাটা পড়ে কলেজছাত্র মামুন উর রশিদের (২০) মৃত্যু হয়েছে।
১২ অক্টোবর, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান।
নিহত মামুন রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার হাফিজুরের ছেলে।
নিহতের বন্ধুদের বরাত দিয়ে রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেন রাজশাহী রেলস্টেশনে আসছিল। এ সময় মুড়ি কিনতে বর্ণালীর মোড় এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ ট্রেনের নিচে পড়ে যান মামুন। এতে ট্রেনের নিচে তার বাম হাত কাটা পড়ে শরীর থেকে আলাদা হয়ে যায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় মামুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন