(প্রিয়.কম) বিএনপির নির্ধারিত একটি দল একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীদের মতো পিলখানার হত্যাকারীদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৩ অক্টোবর, শনিবার সকালে কাঁচপুর ব্রিজ এলাকায় চট্টগ্রাম-সিলেট সংযোগ সড়ক উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একুশে আগস্টের ঘটনায় হতাশ দিশেহারা। একুশে আগস্টের হামলার জন্য কে দায়ী, আদালতের রায়ে তা প্রমাণ হয়ে গেছে। এতগুলো রায় হলো কেউ কথা বলেনি। বিএনপি তাদের মুখের বিষ ছড়াচ্ছে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনার কথাবার্তা বেশামাল হয়ে যাচ্ছে।’
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সড়ক নির্মণাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রিয় সংবাদ/ইতি/রিমন
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন