(প্রিয়.কম) দেশের গণতন্ত্রের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ প্রস্তাবে সাড়া দিয়েছেন এবং এতে বিদেশি কোনো চাপ ছিল না বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
৩০ অক্টোবর, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের চাঁদমারী এলাকায় জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এ দাবি করেন।
আইনমন্ত্রী বলেন, ‘ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সংলাপের ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলে তিনি দেশের গণতন্ত্রের কথা বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছেন। এখানে বিদেশি কোনো চাপ ছিল না।’
খালেদা জিয়া নির্বাচন করতে পারবে কি না, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সংবিধানে বলা আছে, কোনো ব্যক্তি যদি নৈতিক স্খলনের জন্য দুই বছরের বেশি সাজা হয়, তবে তিনি সাজা খাটার পর আরও পাঁচ বছর নির্বাচনে অংশ নিতে পারবে না। আপিল বিভাগে আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত রায় স্থগিত করে, তবে তিনি নির্বাচন করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘কিন্তু এই ব্যাপারে সুপ্রিম কোর্ট অব বাংলাদেশে দুটি রায় আছে। একটি রায়ে বলা আছে, যদি আপিল বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত সাজা স্থগিত করে, তবে তিনি নির্বাচন করতে পারবেন।’
‘আরেকটি বিভক্ত রায় আছে। একজন বিচারক বলেছেন, নির্বাচন করতে পারবেন, আরেকজন বলেছেন পারবেন না।’
আনিসুল হক বলেন, ‘সকল আইনের ঊর্ধ্বে হচ্ছে সংবিধান। আমার মনে হয়, আদালতই সিদ্ধান্ত দিবেন তিনি (খালেদা জিয়া) নির্বাচন করতে পারবেন কি পারবেন না।’
অনুষ্ঠানে বাংলাদেশ নিবন্ধনের মহাপরিদর্শক ডক্টর খান মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু, হোসনে আরা বাবলী, জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহারসহ অনেকে।
প্রিয় সংবাদ/হিরা/শান্ত
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন