(প্রিয়.কম) ভারতের ‘লৌহ মানব’খ্যাত সরদার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বিশ্বের উচ্চতম ভাস্কর্য ‘স্ট্যাচু অব ইউনিটির’ উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী। জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে এটি নির্মাণ করা হয়েছে।
গুজরাট রাজ্যের সাদু বেট আইল্যান্ডে নর্মদা নদীর পাশে স্থাপিত এই ভাস্কর্যটির উচ্চতা ১৮২ মিটার। পাদদেশসহ উচ্চতা ২৪০ মিটার। এ ছাড়া ভাস্কর্যটি তৈরি করতে দুই হাজার ৯৮৯ কোটি রুপি খরচ হয়েছে।
চীনের স্প্রিং টেম্পল নামে একটি বুদ্ধ মন্দিরে আগে বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য ছিল। উচ্চতার দিক থেকে স্ট্যাচু অব ইউনিটি তাকেও ছাড়িয়ে গেছে। এ ছাড়া স্ট্যাচু অব ইউনিটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির প্রায় দ্বিগুণ উঁচু।
স্ট্যাচু অব ইউনিটি ছাড়া বিশ্বের অন্যান্য উচ্চতর ভাস্কর্যগুলো কোনগুলো তা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিচে সেগুলো তুরে ধরা হলো।

স্প্রিং টেম্পল বুদ্ধ
চীনের হেনান প্রদেশের এই ভাস্কর্যটি উচ্চতায় ১২৮ মিটার। ভাস্কর্যটির পাদদেশসহ মোট উচ্চতা ১৫৩ মিটার। এই ভাস্কর্য স্থাপনে খরচ হয়েছে প্রায় ৪০২ কোটি রুপি। ভারতের স্ট্যাচু অব ইউনিটি নির্মাণের আগে এটিই ছিল বিশ্বের উচ্চতম ভাস্কর্য।

লেকিয়ুন সেক্কিয়া
মিয়ানমারে স্থাপিত ‘লেকিয়ুন সেক্কিয়া বুদ্ধ’ মূর্তিটির উচ্চতা ১১৬ মিটার। ২০০৮ সালে এই বুদ্ধমূর্তির নির্মাণ কাজ শেষ হয়।

উশিকু দাইবুৎসু
জাপানে অবস্থিত গৌতম বুদ্ধের এই মূর্তিটির উচ্চতা ১১০ মিটার। ১৯৯৩ সালে শেষ হওয়া এই মূর্তিটি সেই সময় বিশ্বের সবচেয়ে উচ্চতম মূর্তি ছিল।

স্ট্যাচু অব লিবার্টি
যুক্তরাষ্ট্রকে ১৮৮৬ সালে এই মূর্তিটি উপহার হিসেবে পাঠায় ফ্রান্স। এর উচ্চতা ৯৩ মিটার। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু মূর্তি। ফ্রেঞ্চ ভাস্কর অগাস্টাস বার্থোলডি স্ট্যাচু অব লিবার্টির ডিজাইন করেন।

দ্য গ্রেট বুদ্ধ
থাইল্যান্ডের অ্যাং থং প্রদেশে অবস্থিত এই মূর্তিটির উচ্চতা ৯২ মিটার। কংক্রিটের তৈরি সোনালি রঙের এই মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে ১৮ বছর।
প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন