(প্রিয়.কম) গণসংগীতশিল্পী অশোক সেনগুপ্ত মারা গেছেন। ৫ ডিসেম্বর সকালে কলকাতার টাটা মেডিকেল সেন্টারে তিনি পৃথিবী ত্যাগ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৯ বছর। বৃহস্পতিবার রাতে তার মরদেহ চট্টগ্রাম পৌঁছাবে।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার সকাল ১০টায় তার মরদেহ রাখা হবে চট্টগ্রাম শহীদ মিনার প্রাঙ্গণে। এরপর দুপুরে অভয় মিত্র মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
চট্টগ্রাম সংস্কৃতি অঙ্গনে অশোক সেনগুপ্ত খুব পরিচিত একটি নাম। বিভিন্ন গণ–আন্দোলনে গণসংগীত নিয়ে যার দৃপ্ত পদচারণা ভাবিয়েছে, জাগিয়েছে সমাজের প্রতিটি শ্রেণি–পেশার মানুষকে।
অশোক সেনগুপ্ত চার শতাধিক গণসংগীত রচনা করেছেন, সুর দিয়েছেন এবং তাতে কণ্ঠ দিয়েছেন। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘যেখানে পাখির গানে সকাল আসে/ রাঙা সূর্য হাসে সবুজ ঘাসে/ আমি যেন বারবার জন্ম লভি সেই দেশে/ আমার বাংলাদেশে’।
এ ছাড়াও রয়েছে ‘জেগে ওঠো বাংলা একাত্তরের চেতনায়/ এবার অস্ত্র নয় জনযুদ্ধে আনব বিজয়/ দুর্বার একতায়/ জেগে ওঠো বাংলা/ জেগে ওঠো’।
প্রিয় বিনোদন/গোরা
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন