(ইউএনবি) নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল হওয়া নিয়ে দলটি পক্ষপাতিত্বের যে অভিযোগ করেছে, তা অবান্তর বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
৬ ডিসেম্বর, বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এ সকল অভিযোগের জবাব ইলেকশন কমিশন ঠিকভাবে দিতে পারবে। আপিলের সময় রয়েছে, তারা আপিল করেছে ইলেকশন কমিশন জবাব দেবে।
এ সময় আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ভূইয়া কায়সার জীবনসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিয় সংবাদ/হিরা/শান্ত
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন