(প্রিয়.কম) হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে গণফোরাম মনোনীত প্রার্থী রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনারদের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল।
৭ ডিসেম্বর, শুক্রবার আপিল আবেদন শুনানির দ্বিতীয় দিনে এই রায় দেয় ট্রাইব্যুনাল।
এর আগে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ঋণখেলাপের দায়ে রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন গণফোরামের এই প্রার্থী। আজ শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে ট্রাইব্যুনাল।
শুনানিতে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
প্রিয় সংবাদ/নোমান/রুহুল
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন