(প্রিয়.কম) বান্দরবান শহরে বিদ্যুৎস্পৃষ্টে মো. কামাল মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।
৭ ডিসেম্বর, শুক্রবার দুপুরে শহরের কালাঘাটায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল মিয়া হবিগঞ্জ সদরের আক্কাস মিয়ার ছেলে। আহতরা হলেন–মো. লিটন, মিজানুর রহমান ও মো. ফারুক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, জেলা শহরের কালাঘাটা এলাকায় বিদ্যুতের নতুন খুঁটি ও তার লাগানোর কাজ করার সময় পাশ্ববর্তী বিদ্যুৎলাইনের সঙ্গে নতুন লাইনের তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন চার শ্রমিক। ওই সময় ঘটনাস্থলেই কামাল মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত তিন শ্রমিককে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নেন।
বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক সামিরা জামান জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিক মারা গেছে। আহত অন্য তিনজন শ্রমিককে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, ওই শ্রমিকরা ঠিকাদার মো. ইসমাইলের তত্ত্বাবধানে বিদ্যুতের নতুন খুঁটি এবং সংযোগ লাইন স্থাপনের কাজে নিয়োজিত ছিলেন।
প্রিয় সংবাদ/নোমান/রিমন
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন