(প্রিয়.কম) বোকা বাক্সের সময়ের তিন জনপ্রিয় তারকা হলেন-মেহজাবীন চৌধুরী, অপূর্ব ও মৌসুমী হামিদ। এবার তাদের দেখা মিলবে আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘মনে প্রাণে’। জাফরীন সাদিয়ার রচনায় ও প্রযোজনায় এটি নির্মাণ করেছেন রুবেল হাসান।
১৯ জানুয়ারি, শনিবার বিকেলে প্রিয়.কমকে জাফরীন সাদিয়া নিজেই এসব তথ্য জানান।
এ বিষয়ে জাফরীন সাদিয়া বলেন, ‘আমার গল্পগুলোতে আমি বরাবরই এমন কিছু তুলে ধরতে চাই যাতে দর্শকরা নিজেদের জীবনের সাথে মিল খুঁজে পায়। দর্শকই আমার প্রাণশক্তি। তাই আমরা চেষ্টা করি যেন গল্পগুলোতে কোনোরকম দুর্বল দিক না থাকে।’
জাফরীন জানান, টেলিফিল্মটিতে দর্শক দেখতে পাবেন এক অনুপ্রেরণার ভালোবাসার ও জীবন যুদ্ধের গল্প। ঢাকার বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির শুটিং হয়েছে।
১৪ ফেরুয়ারি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল টেলিফিল্মটি সম্প্রচার হবে বলে জানা গেছে।
প্রিয় বিনোদন/কামরুল
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন