(প্রিয়.কম) সাধারণ মানুষ থেকে মডেল-তারকা, সবাই এখন ভুগছেন ‘টিকটক জ্বরে’। যাদের হাতেই মোবাইল আর ইন্টারনেট আছে, টিকটকে ভিডিও তৈরি করছেন। সেই তালিকায় যোগ হয়েছেন4 অনন্ত জলিল ও বর্ষাও।
বেশকয়েকটি ভিডিওটি টিকটকে রয়েছে। এর মধ্যে সবশেষ ‘এ জীবন সংসার, বড় মধুময়’ শীর্ষক গানে ঠোঁট মিলিয়েছেন ঢাকাই সিনেমার এই তারকাদ্বয়।
এ ছাড়াও অনন্ত জলিল ও বর্ষার টিকটক ভিডিওগুলো দেখে নেওয়া যাক।
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন