(প্রিয়.কম) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতিসহ নানা অনিয়মের অভিযোগ এনে জেলাভিত্তিক প্রতীকী মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
১১ ফেব্রুয়ারি, প্রিয়.কমকে এমন তথ্য জানান বিএনপিপন্থি সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম।
তিনি জানান, এসব মামলা পরিচালনার জন্য উচ্চ আদালতের আট আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন—ব্যারিস্টার আমিনুল হক, নিতাই রায় চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, জয়নাল আবেদিন, অ্যাডভোকেট ফজলুর রহমান, ব্যারিস্টার কায়সার কামাল, রাজীব প্রধান ও রুহুল কুদ্দুস কাজল।
তিনি জানান, গতকাল এসব আইনজীবীর সঙ্গে মতবিনিময় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও জানান, প্রতি জেলা থেকে একজন করে ধানের শীষের প্রার্থী হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে প্রতীকী অর্থে মামলা করবেন।
এসব মামলা পরিচালনায় আট আইনজীবীকে দায়িত্ব দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আমিনুল ইসলাম আরও জানান, প্রত্যেক জেলায় দলের একজন ভুক্তভোগী নেতা মামলা করবেন।
প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন