(প্রিয়.কম) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশের জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরাকে নিয়ে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে ‘চ্যানেল আই’। ‘বাগিচায় বুলবুলি তুই’ শিরোনামের এ অনুষ্ঠানে দ্রোহ, প্রেম ও সাম্যের কবি নজরুল ইসলামের গানের ভাণ্ডার থেকে পাঁচটি গান পরিবেশন করবেন ফেরদৌস আরা। এ পাঁচ গানের মধ্যে রয়েছে ‘আমার নয়নে নয়নও রাখি’, ‘যুগও যুগও ধরে’, ‘তুমি সুন্দর তাই’, ‘আমি প্রভাতী’ এবং এসো হে সজলও’।

‘বাগিচায় বুলবুলি তুই’ শিরোনামের এ অনুষ্ঠানের ধারণ করা একটি দৃশ্যে সংগীতশিল্পী ফেরদৌস আরা। ছবি: সংগৃহীত
চ্যানেল আই টেলিভিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ২৫ মে রাত ৭.৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে শিল্পী ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান ‘বাগিচায় বুলবুলি তুই’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনন্যা রুমা।
প্রিয় বিনোদন/আজাদ চৌধুরী
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন