(প্রিয়.কম) গ্রীষ্মপ্রধান দেশগুলোতে শরীরের নানান স্থানে কালো দাগ অনেকটাই বেশি হয়ে থাকে। কেননা ঘাম হয় বেশি আর ঘামে ভেজা কাপড়ের সঙ্গে ত্বকের ঘর্ষণে দাগও পড়ে বেশি। আজ যে ঘরোয়া রূপচর্চা টিপসটি উপস্থাপন করা হবে, তা পার্লারগুলোতে বহুল ব্যবহৃত। এতে কেবল একটি মিশ্রণ টানা ১০ দিন কালো দাগের স্থানে ব্যবহার করতে হবে। দাগের পাশাপাশি কনুই ও হাঁটুর রুক্ষতা ও শুষ্কতাও দূর করবে এই উপায়টি।
যা লাগবে
২ চা চামচ অরগানিক মধু
১ চা চামচ ভার্জিন অলিভ অয়েল
১ চা চামচ বেকিং সোডা
একটি বড় লেবুর অর্ধেক সদ্য রস করা (ঠিক ব্যবহারের আগে করতে হবে)
যা করবেন
-সমস্ত উপাদানগুলো একত্রে মিলিয়ে পেস্টের মতো করে নিন।
-এই পেস্টটি রোজ রাতে শোবার পূর্বে তৈরি করুন এবং শোবার সময়ে কালো দাগের স্থানে লাগিয়ে রাখুন।
-প্রতিদিন সকালে কালো দাগের স্থান গরম পানি দিয়ে ধুয়ে নিন। তারপর তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। ত্বকে একটু ভেজা ভেজা ভাব থাকবে।
-এরপর ভার্জিন নারিকেল তেল অল্প একটু মেখে নিন। ভালো করে ম্যাসাজ করে মিশিয়ে দিন।
মধু খুব ভালো একটি ময়েশ্চারাইজার, অন্যদিকে অলিভ অয়েল ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায়। লেবুর রস ও বেকিং সোডা ত্বকের মরা কোষ ও কালো দাগ মুছে ফেলে। টানা ১০ দিন ব্যবহারে আপনি পাবেন নরম ও দাগহীন ত্বক।
পরামর্শ দিয়েছেন-
নিশাত জান্নাত
বিউটিশিয়ান
মিট মনস্টার অরগানিক ফুড ও বিউটি স্টোর
প্রিয় লাইফ/গোরা
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন