(প্রিয়.কম) কোথায় শোবেন পরীমনি? কোথায় ঘুমাবেন? তার ঘুমানোর জায়গা দখল করে আছে একটি প্রাণী। তাই তিনি তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন, লিখেছেন- ‘আমি কই ঘুমাব’
পরীমনির ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট।
পরীমনি বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছিল তার। তার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং এর মাধ্যমে। অভিনয় জীবন শুরু করেন নাটকের মাধ্যমে। সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য- এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি। ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের পর তিনি কাজ করেছেন- পাগলা দিওয়ানা, আরো ভালোবাসবো তোমায়, লাভার নাম্বার ওয়ান, নগর মাস্তান, মহুয়া সুন্দরী, আমার মন জুরে তুই, ইনোসেন্ট লাভ, সারপ্রাইজ, প্রবাসী ডন, ভালবাসার অনেক জ্বালা, মন জানেনা মনের ঠিকানা, পুড়ে যায় মন, রক্ত, মন জ্বলে, পাষাণ নামক চলচ্চিত্রে।
প্রিয় বিনোদন/গোরা
- বিভাগ:
- বিনোদন
- তারকার জীবন
- ট্যাগ:
- পরীমনি