(প্রিয়.কম) মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর সশস্ত্র সহিংসতার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই। একইসঙ্গে এই অমানবিক সহিংসতা অবসানের আহ্বানও জানিয়েছেন তিনি।
৩ সেপ্টেম্বর রোববার রোহিঙ্গা বিষয়ে নোবেলজয়ী মালালা টুইটারে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। টুইটারে মালালা লিখেছেন, এই সহিংসতায় সুচির নিন্দার অপেক্ষায় বিশ্ব, অপেক্ষায় রোহিঙ্গা মুসলমানরা।
টুইটে মালালা প্রশ্ন করেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে রোহিঙ্গারা যেখানে বাস করে আসছে, সেই মিয়ানমারেই যদি তাদের আবাস না হয়, তাহলে তাদের আবাস কোথায়?
মিয়ানমারের রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া উচিত বলেও উল্লেখ করেন মালালা।
My statement on the #Rohingya crisis in Myanmar: pic.twitter.com/1Pj5U3VdDK
— Malala (@Malala) September 3, 2017
মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন, সাম্প্রদায়িক ও জাতিগত সহিংসতা চালাচ্ছে। এ অবস্থায় গত ১০ দিনে ৯০ হাজার শরণার্থী বাংলাদেশে এসেছে। এসব শরণার্থীর মধ্যে প্রায় সবাই রোহিঙ্গা মুসলিম।
সম্প্রতি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সীমান্তবর্তী কয়েকটি চৌকিতে হামলার ঘটনা ঘটে। হামলার জন্য মিয়ানমারের সরকার স্থানীয় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মিকে দায়ী করে। এরপর থেকে রোহিঙ্গা জনপদে দমন-পীড়ন ও সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। রোহিঙ্গাদের নির্বিচারে হত্যারও অভিযোগ পাওয়া গেছে সেখানে।
প্রিয় সংবাদ/শান্ত
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন