অনলাইনে কেনাকাটা যেমন মজার, তেমনি বিড করে কোনও পণ্য জিতে নেয়াটা আরো বেশি মজার। অনলাইনে ক্রেতা সাধারণের বহুমুখী শপিং অভিজ্ঞতার দিকে খেয়াল রেখে আমারা রাখছি ফ্যাশন, লাইফ স্টাইল, ইলেকট্রনিক্স, গ্যাজেটস, গিফট আইটেম সহ চমকপ্রদ সব পণ্য। আমাদের "প্রিয়" অ্যাপের মাধ্যমে বিড করে আপনি জিতে নিতে পারেন সেই সব পণ্য। আমাদের যে ব্যবহারকারী সবচে বেশি বিড করবেন, পণ্যটি তিনিই পাবেন।
প্রিয় অ্যাপ দিয়ে বিড করতে হলে আপনার একাউন্টে সমপরিমান পয়েন্ট থাকতে হবে। আপনি যখন কোনও পণ্যের জন্য বিড করবেন, তখন সেই পরিমান পয়েন্ট লক করে ফেলা হবে। আর যখন আপনি সর্বোচ্চ বিডার হিসেবে জিতে যাবেন, সেই লক করা পয়েন্ট কেটে নেয়া হবে। এবং পন্যটি আপনার ঠিকানায় বিনা মূল্যে পৌছে দেয়া হবে।
অন্য কেউ যদি আপনার বিডের চেয়ে বেশি পরিমান বিড করে জিতে যায়, তাহলে আপনার পয়েন্টগুলো আপনার কাছে ফেরত দেয়া হয়ে যাবে। পুরো বিষয়টি হয় অটোমেটিক।
Join Priyo to discover more contents