সরকারি দফতরে প্লাস্টিকের চায়ের কাপ! নিজেকেই জরিমানা করলেন জেলা শাসক - Beed’s District Collector Imposed Rs 5,000 Fine On Himself For Use Of Plastic Cup In His Office | Eisamay
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ১১:৩৬
nation: ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধেবেলায়। জেলা শাসকের দফতরে সাংবাদিক বৈঠক করে জানানো হচ্ছিল শেষ মুহূর্তে কোন কোন প্রার্থী নির্বাচনে লড়ার থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন। তখনই সাংবাদিকদের প্লাস্টিকের কাপে চা দেওয়া হয়।