অবাক করার মতো ঘটনা ঘটল ইউক্রেনে। এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল আরেক ব্যক্তিকে। অভিযুক্তের নাম ডিমিত্রি স্পাসকিন, যার বাড়ি ইউক্রেনের শেভচেনকোভো গ্রামে। ঘটনায় উত্তপ্ত ইউক্রেন। স্পাসকিনের অভিযোগ, ২৫ বছরের ইভচেনকো তার স্ত্রীকে শারীরিকভাবে হেনস্থা করেছে। স্থানীয় একটি রেস্তোরাঁয়