বিচারের নামে প্রহসন! ধর্ষিতাকেই উলটে ₹৫০০০ জরিমানা পঞ্চায়েতের
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯, ০৩:২৯
nation: আর যারা 'ধর্ষক', তাদের একটি বারের জন্য খোঁজও পড়ল না ওই বিচারসভায়। যদিও, পুলিশ জানাচ্ছে, 'ধর্ষিতা' থানাতেই আসেননি। এফআইআর তো দূর অস্ত। যার অর্থ, মিথ্যে অভিযোগেই গণধর্ষিতাকে জরিমানা করেছে পঞ্চায়েত। বিচারের নামে অদ্ভূত এই প্রহসনের ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের জশপুর গ্রামে।