এইডিস মশাবাহিত মরণঘাতী ডেঙ্গু জ্বরে রক্ত জোগাড়ের ভোগান্তির হয়তো অবসান হবে এবার; প্ল্যাটিলেট (রক্তের অণুচক্রিকা) বাড়াতে ও রক্তক্ষরণ বন্ধে কার্যকর ওষুধ পাওয়ার দাবি করেছেন বাংলাদেশি একদল গবেষক।