বলিউডকে পেছনে ফেলে মালয়ালম যে ছবিটি অস্কারে যাচ্ছে
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৪:৩০
অস্কারেরআসন্ন ৯৩তম আসরে বলিউডের কোন ছবি যাচ্ছে না। কারণ অস্কারের এ আসরে ভারতের প্রতিনিধিত্ব করবে মালয়ালম ছবি ‘জাল্লিকাট্টু’। ভারতের স্থানীয় অস্কার কমিটি বুধবার মালয়ালম এই ছবিটিই চূড়ান্ত করেছে।