শরীরের ওজন কমানো আর পেটের মেদ দূর করা এক ব্যাপার নয়। ওজন সহজে কমানো গেলেও শরীরের বিভিন্ন জায়গায় জমে যাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে ওজন কমলেও পেটে ঠিকই মেদ জমে থাকে। এতে করে দেখতেও খারাপ লাগে।