ক্রিকেটের আইন অনুযায়ী বৈধ ৬ বলেই এক ওভার হয়। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বলে ওভার ঘোষণার নজিরও আছে অল্পস্বল্প। গতকাল শুক্রবার (২২ জানুয়ারি) ৫ বলে ওভার দেখা গেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডেতে।
মিরপুর স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪০ ওভারে মাত্র ৫ বল করেছেন মুস্তাফিজ! আম্পায়াররা ভুল করে ৫ বল পরই ওভার ঘোষণা করেছেন। ওভার শেষ হওয়ার পর ভুল ধরতে পেরেছিলেন আম্পায়াররা, কিন্তু তখন খেলা সামনে এগিয়ে গেছে আপন গতিতে।