ময়মনসিংহের ছয় জেলায় উন্নত সড়ক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সওজ
প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ০২:৩০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নত সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে সড়ক বিভাগকে দায়িত্ব দিয়েছে। এ ধারাবাহিকতায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ময়মনসিংহ জোনের অধীন বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার উন্নত সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন সওজ ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান।