ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমির মধ্যেই ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক বললেন বাংলাদেশের কথা। তাঁর চোখে যে সাকিবই সেরা সেটি মনে করিয়ে দিলেন তিনি।
প্রেসবক্স না ক্রিকেটের হল অব ফেম! যেদিকেই তাকানো যায় কিংবদন্তি আর রথী-মহারথী।বিভিন্ন টেলিভিশন চ্যানেল আর রেডিওর হয়ে ধারাভাষ্য দিতেই সেখানে তারা। ক্লাইভ লয়েড করিডরের সোফায় বসে ফোনে কথা বলছেন। দুই পা এগোতে দেখা কপিল দেব আর স্টিভ ওয়াহর সঙ্গে। কফির আড্ডায়...