Priyo Card (2)
Category: Priyo Card
এই মুহূর্তে একজন ইউজার সর্বোচ্চ ২টি ব্যাংক অ্যাকাউন্ট ও প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে ৫টি ভার্চুয়াল কার্ড (মোট ১০টি) ক্রিয়েট করতে পারবেন। নভেম্বর থেকে এটি শুধু প্রিমিয়াম সেবা হিসেবে বিবেচতি হবে এবং এজন্য বাড়তি চার্জ প্রযোজ্য হবে। তবে যেকোনো ইউজার একটি করে ব্যাংক অ্যাকাউন্ট এবং একটি করে কার্ড ক্রিয়েট করতে পারবেন। এজন্য বাড়তি চার্জের প্রয়োজন হবে না।
Saving account করব নাকি Checking Account করবো। কোনটার সুবিধা বেশি।
Leave a Reply
Category: Priyo Card
বাংলাদেশি গ্রাহকদেরকে এখন শুধু ভার্চুয়াল কার্ডই দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে ফিজিক্যাল কার্ডও দেওয়ার পরিকল্পনা রয়েছে।