জাতীয় পর্যাযের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক), সাভার, ঢাকা এর মাইক্রো ক্রেডিট কর্মসূচিতে সৎ, উদ্যোমী, পরিশ্রমী ও কর্মঠ আগ্রাহী বাংলাদেশী প্রার্থীদের নিকট হতে জরুরী ভিত্তিতে উল্লেখিত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
Qualifications
ন্যূনতম স্নাতক/ ডিগ্রী পাশ
Experience Requirement
ন্যূনতম স্নাতক/ ডিগ্রী পাশ
Experience Requirement
এছাড়া সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সকল সুবিধাদি প্রদান করা হবে।
উল্লেখ্য যে, পিএফ, গ্রাচুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিল ও সংস্থার নিয়মানুযায়ী সকল সুবিধাদি প্রদান করা হবে।