full-screen
remove-fullscreen
avatar

আঁখি আলমগীর

সঙ্গীতশিল্পী

পুরো নাম মাশহুরা জাহান। ডাকনাম আঁখি আলমগীর। জন্ম ৭ জানুয়ারি ১৯৭৪। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তিনি অসংখ্য ছবিতে প্লে ব্যাক করেন।  ১৯৮৪ সালে ভাত দে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। মায়ানগর নামে একটি চলচ্চিত্রে তিনি অভিনয় করলেও ছবিটি মুক্তির আলো দেখে নি। এছাড়া তিনি চাঁদ ফুল আমাবস্যা নামে একটি ধারাবাহিক নাটকেও সঙ্গীত শিল্পীর চরিত্রে অভিনয় করেন। চিত্রনায়ক আলমগীর তার পিতা এবং খোশনূর আলমগীর তার মাতা। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’। তারপর থেকে অবিরাম চলছে গানের ভুবনে পদচারণা।

 

চব্বিশ ঘণ্টায় বাংলাদেশঃ (৫৪)