full-screen
remove-fullscreen
Avatar

অর্জুন কাপুর

বলিউড অভিনেতা

বলিউড অভিনেতা অর্জুন কাপুরের জন্ম ২৬ জুন, ১৯৮৫ সালে। তিনি চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের পুত্র। হাবিব ফয়সল পরিচালিত 'ইসকজাদে' চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ নবাগত বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। অর্জুন কাপুর মুম্বাইয়ের চেম্বুরে জন্মগ্রহণ করেন। অভিনেতা অনিল কাপুর, সঞ্জয় কাপুর তার কাকা ও  অভিনেত্রী সোনম কাপুর ও প্রযোজক রেয়া কাপুর তার চাচাত বোন। তার বোন অংশুলা কাপুরের সৎ মা হলেন অভিনেত্রী শ্রীদেবী। অর্জুন কাপুর এশিয়ান অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশনের প্রাক্তন ছাত্র। ২০০৩ সালে কাল হো না হো ছবিতে সহকারী পরিচালক হয়ে তিনি প্রথম চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সালাম-এ-ইশক  ছবিতেও তিনি সহকারী পরিচালকের কাজ করেছেন। হাবিব ফয়সলের ইশকজাদে ছবিতে পরিণীতি চোপরার বিপরীতে তিনি প্রথম অভিনয় করেন। এই ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদেরও প্রশংসা অর্জন করে। তার পরবর্তী ছবি আওরঙ্গজেব সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। ২০১৪ সালে তিনি গুন্ডে ছবিতে রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে অভিনয় করেন। এই ছবিতে তিনি গুন্ডা বালার চরিত্রে অভিনয় করেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদেরও প্রশংসা পায়। অর্জুন কাপুরের অভিনয়ও রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপরার সঙ্গে সঙ্গে প্রশংসিত হয়। এরপর তিনি করণ জোহর ও সাজিদ নাদিয়াদওয়ালার যৌথ প্রযোজনা টু স্টেটস ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করেন। চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটি ২০১৪ সালের এপ্রিল মাসে মুক্তি পায়। 

চব্বিশ ঘণ্টায় বাংলাদেশঃ (৪৯)

জনপ্রিয়