Avatar

ফরিদ আহমদ ভূঁইয়া

বিআরটিসির চেয়ারম্যান

২০১৭ সালের ২১ আগস্ট বিআরটিসি'র চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন ফরিদ আহমদ ভূঁইয়া। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন, একাধিক সংস্থা ও বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ফরিদ আহমদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে বি.এস.এস (অনার্স) এবং এম.এস.এস ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি জাপানের ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকনমিজ এডভান্সড স্কুল থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ-এ ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

চব্বিশ ঘণ্টায় বাংলাদেশঃ (৫৬)