জিজি হাদিদ
মার্কিন সুপারমডেল
মার্কিন সুপার মডেল গিগি হাদিদের পুরো নাম জেলেনা নোরা গিগি হাদিদ। তার জন্ম ১৯৯৫ সালের ২৩ এপ্রিল। সুপার মডেল বেলা হাদিদ এবং আনোয়ার হাদিদের বোন গিগি হাদিদ নিজেও মডেলিং জগতে ২০১৩ সালে পা রাখেন। অল্প সময়েই বেশ জনপ্রিয়তা লাভ করেন তিনি। মোহাম্মদ হাদিদ এবং ইয়োলোনা হাদিদের কন্যা তিনি। লস অ্যাঞ্জেলসে জন্ম তার। তবে পড়াশোনার খাতিরে নিউইয়র্কে চলে আসেন তিনি। ক্রিমিনাল সাইকোলজিতে পড়ার সময় মডেলিং জগতে প্রবেশ করেন তিনি। এর ফলে মাঝপথেই লেখাপড়া ছাড়তে হয় গিগি হাদিদকে।
Join Priyo to discover more contents
আরো কন্টেন্ট দেখতে প্রিয়তে যোগ দিন