full-screen
remove-fullscreen
avatar

কারিনা কাপুর খান

অভিনেত্রী

ভারতীয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের জন্ম ২১ সেপ্টেম্বর ১৯৮০ সালে। তিনি অভিনেতা রনধির কাপুর ও ববিতার কন্যা এবং অভিনেত্রী কারিশমা কাপুর এর ছোট বোন। প্রায়ই তাকে ঘরোয়াভাবে বেবো বলা হয়। সিনেমায় অভিনয়ের সুবাদে তিনি দুইবার জাতীয় পুরস্কার লাভ করেছেন। পরিবারিকভাবে তাকে বেবো নামে ডাকা হয়। তার নাম অ্যানা কারেনিনা বই থেকে নেয়া হয়। বাবার দিক থেকে কারিনা পাঞ্জাবী। আর মায়ের দিক থেকে সিন্ধি তিনি। ছোটবেলায় কারিনা পারিবারিক কারনে হিন্দু ও খ্রিস্টান দুই ধর্মের আবহে বেড়ে উঠেন।

চব্বিশ ঘণ্টায় বাংলাদেশঃ (৫৪)