full-screen
remove-fullscreen
avatar

শ্রীদেবী

ভারতীয় অভিনেত্রী

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর জন্ম ১৩ আগস্ট ১৯৬৩ সালে। ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কিছু সংখ্যক কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি হিন্দি চলচ্চিত্রে প্রথম নারী সুপারস্টার বিবেচিত হন। নির্মাতা বনি কাপুরের দ্বিতীয় স্ত্রী ইনি। দুটি কন্যা সন্তানের মা তিনি। তার জন্ম তামিলনাড়ু অঞ্চলে। তবে বর্তমানে মুম্বাইয়ে বসবাস করছেন তিনি। বলিউডের একাধিক ব্যবসাসফল ছবির নায়িকা তিনি। শ্রীদেবীকে শেষবার রুপালি পর্দায় দেখা গেছে 'ইংলিশ ভিংলিশ' ছবিতে।

চব্বিশ ঘণ্টায় বাংলাদেশঃ (৪৮)