ট্রানজেকশনের সময় AVS (এভিএস) সমস্যা হলে করণীয় কী?

Categories: Payments / Transactions, Priyo Card

এটি যেহেতু আমেরিকার একটি কার্ড, তাই এর সাথে নিরাপত্তা সংক্রান্ত এড্রেস ভেরিফিকেশন সার্ভিস (এভিএস) যুক্ত করা হয়েছে। এর ফলে, আপনি যখন অনলাইনে কিছু কেনাকাটা করবেন, অনেক মার্চেন্ট যেমন ফেসবুক, গুগল, অ্যামাজান ইত্যাদি এভিএস পরীক্ষা করতে পারে।

যেই মার্চেন্টে আপনি কার্ড ব্যবহার করবেন, সেখানে আপনার অ্যাকাউন্টের ঠিকানা এবং প্রিয় কার্ডের ঠিকানা একই হতে হবে। এই সমস্যা সমাধানের জন্য প্রতিটি ইউজারের প্রোফাইলে একটি ভার্চুয়াল বিলিং অ্যাড্রেস যুক্ত করা হয়েছে। সেই অ্যাড্রেসটি বিলিং অ্যাড্রেস হিসেবে ব্যবহার করলেই এভিএস প্রবলেম সমাধান হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *